aswe-1720253990 (1)

সবুজ ঘর, সোনালি ভবিষ্যৎ

বাংলাদেশে ইন্টেরিয়র ডিজাইনে সাসটেইনেবিলিটি ও সবুজায়ন এখন নতুন মাত্রা যোগ করেছে। ‘সবুজ ঘর, সোনালি ভবিষ্যৎ’ এই ধারণা শুধু পরিবেশবান্ধব ডিজাইন নয়, বরং সুস্থ জীবনযাপন এবং ভবিষ্যৎ প্রজন্মের জন্য একটি সুন্দর পৃথিবী গড়ে তোলার প্রতিশ্রুতি বহন করে। 

গাছপালা এবং সাসটেইনেবিলিটি
গাছপালা পরিবেশের ভারসাম্য রক্ষার অন্যতম গুরুত্বপূর্ণ উপাদান। ঘরের ভেতরে সবুজ গাছপালা পরিবেশবান্ধব ইন্টেরিয়র ডিজাইনের একটি গুরুত্বপূর্ণ দিক। গাছপালা ঘরের ভেতরের বায়ুর গুণগত মান উন্নত করে এবং মনোবল বৃদ্ধি করে। গাছপালা কার্বন ডাই-অক্সাইড শোষণ করে এবং অক্সিজেন সরবরাহ করে, যা ঘরের বায়ু পরিশুদ্ধ করে এবং স্বাস্থ্যকর পরিবেশ তৈরি করে।

খবরের কাগজের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

ঘরের ভেতরে সবুজ গাছপালা
সবুজ গাছপালা ঘরের ভেতরে একটি প্রশান্তি ও সতেজতা নিয়ে আসে। আলো-আঁধারের মধ্যে গাছপালা কীভাবে কাজ করে তা বোঝার জন্য কয়েকটি বিষয় বিবেচনা করতে হবে। তা হলো-

আলো প্রয়োজন: বেশির ভাগ গাছপালার জন্য পর্যাপ্ত আলো প্রয়োজন। সঠিক স্থানে গাছপালা রাখলে তারা সূর্যের আলো পেতে পারে এবং সুস্থভাবে বৃদ্ধি পায়। 

আলো-ছায়ার ভারসাম্য: কিছু গাছপালা কম আলোতেও ভালোভাবে বৃদ্ধি পায়, যেমন- স্নেক প্ল্যান্ট, পিস লিলি ইত্যাদি। এগুলো এমন স্থানে রাখা যায় যেখানে প্রাকৃতিক আলো কম আসে। 

দৃশ্যমান পরিবেশ: সবুজ গাছপালা ঘরের ভেতরে একটি সুন্দর এবং মনোমুগ্ধকর পরিবেশ সৃষ্টি করে। এটি মানুষের মানসিক স্বাস্থ্যের উন্নতি ঘটায় এবং কর্মক্ষমতা বৃদ্ধি করে।

সবুজের গুরুত্ব
সবুজ গাছপালা মানুষের জীবনে বহুমাত্রিক গুরুত্ব বহন করে। যেমন-

মানসিক স্বাস্থ্যের উন্নতি: গবেষণায় দেখা যায়, গাছপালা ঘরের ভেতরে থাকলে মানুষের মানসিক চাপ কমে যায় এবং মন ভালো থাকে। 

বায়ুর গুণমান উন্নয়ন: গাছপালা বায়ু থেকে ক্ষতিকর রাসায়নিক শোষণ করে এবং বিশুদ্ধ অক্সিজেন সরবরাহ করে, যা স্বাস্থ্যকর জীবনযাপনের জন্য অপরিহার্য।

শিল্প ও সৌন্দর্য: সবুজ গাছপালা ঘরের শোভা বৃদ্ধি করে এবং একটি নান্দনিক পরিবেশ তৈরি করে, যা অতিথিদের মুগ্ধ করে।


ভবিষ্যৎ প্রজন্মের সোনালি ভবিষ্যৎ
সবুজ ঘর তৈরি করা মানে শুধু বর্তমান প্রজন্মের জন্য নয়, ভবিষ্যৎ প্রজন্মের জন্যও একটি সোনালি ভবিষ্যৎ গড়ে তোলা। এর মাধ্যমে পরবর্তী প্রজন্মের জন্য একটি স্বাস্থ্যকর এবং পরিবেশবান্ধব পৃথিবী রেখে যাওয়া সম্ভব। 

পরিবেশ সংরক্ষণ: সবুজ ঘর এবং সাসটেইনেবিলিটি পরিবেশ সংরক্ষণে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। এটি প্রাকৃতিক সম্পদের সঠিক ব্যবহার নিশ্চিত করে এবং পরিবেশের ভারসাম্য রক্ষা করে।

শিক্ষা ও সচেতনতা: ভবিষ্যৎ প্রজন্মকে পরিবেশবান্ধব এবং সাসটেইনেবল জীবনযাপনের শিক্ষা দেওয়া অত্যন্ত গুরুত্বপূর্ণ। সবুজ ঘর তাদের এই বিষয়ে সচেতন এবং দায়িত্বশীল করে তোলে।

স্বাস্থ্য ও সুরক্ষা: সবুজ গাছপালা এবং পরিবেশবান্ধব নকশা ভবিষ্যৎ প্রজন্মের স্বাস্থ্য ও সুরক্ষা নিশ্চিত করে। এতে তারা একটি স্বাস্থ্যকর এবং সুস্থ জীবনযাপন করতে পারে।

লেখক: ফিজিক্যাল ডিজাইনার, ক্রিয়েটিভ সার্কেল লাইফস্টাইল ও সিনিয়র কো-কনভেনর,ইন্টেরিয়র ডিজাইনার অ্যাসোসিয়েশন অব বাংলাদেশ (আইডেব)

কলি

Hospital interior design_view

Modren Intorior Design in Dhaka Bangladesh

CCL Interior Design – Creative Circle Lifestyle.

“Designing Spaces, Enriching Lives”

CCl INTERIOR DESIGN.Creative Circle Lifestyle (CCL) is a leading interior design company based in Dhaka, Bangladesh, established in 2003. CCL specializes in modern, sophisticated, and eco-friendly interior design solutions for both residential and corporate clients. Their mission is to create captivating spaces that harmonize functionality, aesthetics, and sustainability, enhancing clients’ living and working environments.

The services offered by CCL Interior Design include:

Residential Design: Transforming homes into functional and aesthetically pleasing spaces tailored to the lifestyle of the residents.

Corporate Design:
Crafting innovative office spaces that promote productivity while maintaining a visually appealing atmosphere.

Turnkey Solutions:
Providing end-to-end services, from concept and design to execution, ensuring quality and efficiency throughout the project.

CCL is known for its dedication to quality, focus on sustainability, and ability to deliver customized design solutions that cater to the specific needs and preferences of its clients.

Contact Details:

Company: Creative Circle Lifestyle (CCL Interior Design)

Address: 1, Rain Razzak Plaza, 4-B, New Eskaton, Dhaka-1217

Mobile:
+8801612 254936,
+88 01712-254936

Email: saron@creativecirclebd.com, saron64@gmail.com

Website: www.creativecirclebd.com, www.cclinterior.com

post1

ঘুড়ে আসুন প্রবাল দ্বীপ সেন্টমার্টিনে

ঘুড়ে আসুন বাংলাদেশের একমাত্র প্রবাল দ্বীপ সেন্ট মার্টিনে ১ রাত ২ দিন।
Destination Tours & Travels এর আয়োজনে আগামী ৬ ডিসেম্বর আমরা যাচ্ছি প্রবাল দ্বীপ খ্যাত সেন্ট মার্টিনে।
**গন্তব্য শুরুর তারিখ: ৬ ডিসেম্বর রাত ৮ টায়
**ফেরার শুরুর তারিখ:৮ ডিসেম্বর রাত ৮ টায়

**ভ্রমন খরচ (জনপ্রতি ) : ৬০০০৳ ( নন এসি বাস)
** ভ্রমনের স্থান সমূহ:
#ছেড়াদ্বীপ
#সেন্ট মার্টিন দ্বীপ

#চারিদিকে নীল জলরাশি আর মাঝখানে ছোট্ট দ্বীপ সেন্ট মার্টিন। টেকনাফ থেকে নাফ নদী ধরে জাহাজ যখনই সমুদ্রে প্রবেশ করে নীলের আবেশে প্রবেশ করি আমরাও। অপূর্ব সেই রঙ, একবার দেখলে ভুলে যাবার নয়। বরং তার ডাকে বার বার ছুটে যাওয়া ছাড়া উপায় নেই। ঘুরে আসুন আপনিও

**ভ্রমনের সম্ভাব্য বর্ননা :
আমরা ২ তারিখ টেকনাফ নেমে সেন্ট মার্টিন যাওয়ার জাহাজে উঠে যাবো। ভ্রমন পথে স্বচ্ছ নীল জল গাংচিল এর ছুটে চলা আপনাকে মোহিত করবে।
জাহাজ থেকে নেমেই আমরা হোটেলে চলে যাবো এবং ১ ঘন্টা রেস্ট নিয়ে আমরা সেন্ট মার্টিন বীচে চলে যাবো সেখানে নীলরাশি জলে গোসল সেরে আমরা হোটেলে এসে দুপুরের খাবার খেয়ে নিবো । দুপুরে রেস্ট নিয়ে আমরা বিকেলের দিকে ছেড়া দ্বীপে চলে যাবো সেখানে কিছু সময় কাটিয়ে আমরা আবার ফিরে আসবো সেন্ট মার্টিন দ্বীপে।
সেখানে খুব কাছ থেকে সুর্যাস্ত দেখবো এবং বারবি কিউ পার্টি আয়োজন করবো । রাতের খাবার খেয়ে আমরা ফানুস উড়াবো । পরের দিন আমরা ভোর সকালে উঠে সুর্যোদয় দেখবো সকালের নাস্তা সেরে শেষবারের মত সেন্ট মার্টিন দ্বীপ ঘুড়ে বেড়াবো এবং দুপুরের খাবার খেয়ে জাহাজে উঠে পড়বো এবং আমরা রাতের বাসে ফিরে আসবো ।

#কেনো Destination Tours & Travels এর সাথে যাবেন ?
আমরাই আমাদের প্রতিটি টুরে সফলতার সাথে আয়োজন করে থাকি এবং ফ্রেন্ডলি টুর হয়ে থাকে। যাত্রা শুরু থেকে শেষ পর্যন্ত দক্ষ গাইড দ্বারা পরিচালিত হয়। আমাদের টুর গুলোতে মেয়েদের বিশেষ নিরাপত্তা ব্যবস্থা করে থাকি।
ট্রান্সপোর্ট থেকে শুরু করে খাবার সব কিছুতেই আমরা আপনাদের সেরাটা দিবো।
#বুকিং করার পদ্ধতি :
সরাসরি অফিসে গিয়ে অথবা বিকাশে ৩০০০ টাকা জমা দিয়ে আমাদের কে কনফার্ম করতে হবে যাতায়তের ৫ দিন পুর্বে ।

#বিকাশে টাকা দিয়ে আমাদের কে ফোনে কনফার্ম করবেন
01712254936 parsonal
01712254936 Rocat

যোগাযোগ :
DESTINATION TOURS & TRAVELS
The Secret Of WORLD

01.SHAKIB RAHAMAN +8801911222218
02. NURUL ISLAM KHAN +8801614560003

#অফিস ঠিকানা :
1,NEW ESKATON, RAIN RAZZAK PLAZA,3RD FLOOR 4-B, DHAKA-1217
MOBILE: +8801612254936, +8801712254936
E-MAIL:saron64@gmail.com,Destination Tours & Travels
https://www.facebook.com/ccltourswww.creativecirclebd.com

post2

পবিত্র ওমরাহ হজ্জ পালন করুন মাত্র ৯৮ হাজার টাকায়

সু-খবর ! সু-খবর ! সু-খবর !
Omrah! Omrah ! Omrah !
আসসালামু আলাইকুম ওয়ারাহমাতুল্লাহ ..
আল্লাহর মেহেরবানীতে ভাল আছেন, আমরা ওমরাহ পালণের জন্য এমন কিছু মানুষকে খুজছি যারা শুধু মাত্র আল্লাহকে রাজি খুশি করার জন্য ওমরাহ হজ্জ পালণের নিয়ত করছেন এবং আল্লাহর রাসুল সা: এর রওজা জিয়ারত করে তার ভালোবাসায় নয়ন যুগল অশ্রুশিক্ত করে নিজেকে ধন্য করার কথা ভাবছেন পাশাপাশি দ্বীনদার ও অভিজ্ঞ মুয়াল্লিমের (গাইড) সাথে স্বল্প খরচে ভুলত্রুটি মুক্ত ওমরাহ পালণের জন্য মনের দুয়ার খুলে বসে আছেন,

উপরের বর্ণনা কি আপনার সাথে মিলে গেছে ?

তাহলে আর দেরি না করে এখনই আমাদের সাথে যোগাযোগ করুন .
SARON +8801612254936,
Shakib +8801670821242,
Parvez +8801612254936,
মাত্র ৯৮ হাজার টাকায় পবিত্র ওমরাহ হজ্জ পালন করুন .
ভিসা, টিকেট, হোটেল. এয়ারপোর্ট থেকে মক্কা- মদীনা-জিদ্দা সকল ট্রান্সপোর্ট। (বাংলাদেশের সেরা রেট) এখনই যোগাযোগ করুন
আমাদের সাথে কেন যাবেন ?
সবচেয়ে কম খরচে আমরা সবচেয়ে ভাল সেবা দিয়ে থাকি ।
আমাদের কোন হিডেন খরচ নেই ।
আমাদের আছে দীর্ঘদিনের অভিজ্ঞতা এবং অভিজ্ঞ ও দ্বীনদার মুয়াল্লিম ।
আমাদের রয়েছে অত্যন্ত সুদক্ষ টিম ।
কেনাকাটা সহ যে কোন বিষয়ে সার্বিক সহযোগিতা ।
আমরা করে থাকি সুস্বাদু দেশি খাবারের ব্যবস্থা ।
সার্বক্ষনিক নিরিক্ষন এবং খোজ খবর নেওয়ার পাশাপাশি তালীম তারবিয়াতের মাধ্যমে যারা জানেন না তাদেরকে মাসআলা মাসায়েল শিখানোর ব্যবস্থা ।
মক্কাতে হোটেল ও দূরত্ত:
৭ দিন মক্কাতে থ্রী-স্টার হোটেলে থাকা,
দূরত্ত হেরাম শরীফ থেকে মাত্র ৫০০-৬০০ মিটারের মধে।
মদীনাতে হোটেল ও দূরত্ত:
৭ দিন মদীনাতে থ্রী-স্টার হোটেলে থাকা,
দূরত্ত হবে হেরাম শরীফ থেকে ২০০-৩০০ মিটারের মধ্যে।
প্যাকেজে অন্তর্ভূক্ত থাকবে:
*ঢাকা –জিদ্দা- ঢাকা অথবা ঢকা জিদ্দা-মদীনা-ঢাকা এয়ার টিকেট।
*এয়ারপোর্ট থেকে মক্কা- মদীনা-জিদ্দা সকল ট্রান্সপোর্ট।
*লাক্সারী লিমুজিন বাসে জাতায়ত প্যাকেজে অন্তর্ভূক্ত থাকবে।
*খাবার প্যাকেজ অন্তর্ভূক্ত নয়।
Omrah package:
1. Visa processing
2. Ticket-Etched, Emirates, Air Arabia or other Airlines
3. Hotel- 3star or Similar
4. Hotel name:
5. Transport Facility (Jedda- Makka-Madina-Jedda)
Total Package Price = BDT – 98,000/=

Destination Tours & Travels
1,NEW ESKATION, RAIN RAZZAK PLAZA,3RD FLOOR 4-B, DHAKA-1217
PHONE: +88-02 9348747 | MOBILE: +8801670821242, +8801612254936, +8801612254936
E-MAIL:saron64@gmail.com, www.facebook.com/ccltours
www.creativecirclebd.com

post

ঘর সাজানোর আড্ডা

  1. ঘর সাজানোর আড্ডা

ঘর সাজানোর আড্ডা

আমরা অনেকেই চাই আমাদের ঘর হােক সুন্দর ও পরিপাটি। তাই মনের মতো ঘর সাজাতে যাদের আর্থিক অবস্থা ভালো তারা বিভিন্ন সময় ইন্টারিয়ার ডিজাইনারের সাহায্য গ্রহণ করেন। কিন্তু যাদের আর্থিক অবস্থা সীমিত তারা ঘর সাজানো নিয়ে সবসময় নানা ধরণের চিন্তা ভাবনায় পড়েন। ঘর সাজানো নিয়ে যারা চিন্তিত, তাদের সুবিধার্তে কয়েকটি টিপস দেয়া হলো। আশা রাখি নারী’র পাঠকদের কাজে আসবে।

Design for living room
Home interior design for living room

মনের মতো ঘর সাজাতে প্রথমে লক্ষ্য রাখতে হবে ঘরের সাইজ এবং দেয়ায়ের রঙ এর উপর। ঘর যদি ছোট হয় তাতে কােন অসুবিধা নেই, সঠিক ভাবে ঘর সাজাতে পারলে ছােট ঘরও হয়ে উঠে সুন্দর এবং র্আকষণীয়।

– ছোট ঘরের জন্য ফার্নিচার কেনার সময় একটু ছােট সাইজ দেখে কিনুন, দেখবেন ঘরের ভেতর অনেক জায়গা বের হবে এবং খোলামেলা থাকবে।

-বসার ঘরে বাড়তি জিনিসপত্র না রাখাই ভালো। একসটে সোফা, একটি কফি টেবিল, একটি ইজি চেয়ার, টিভি ও মেঝতেে ছােট্ট একটা কার্পেট রাখতে পারেন। ঘরের দেয়াল যদি বড় হয় তা হলে দু’টি বড় ক্যানভাস, একটি ঘড়ি ও কার্পেটের সাথে মিল রেখে জানালায় পর্দা এবং সোফার উপরে কুশন রাখতে পারেন।ঘরের দু কোনে দুটি মানানসই বড় ভাজ রাখতে পারেন।

Interior design I

– শোবার ঘর সাজাতে প্রথমে লক্ষ্য রাখুন জানলা কােন দিকে। যে দিকে জানলা থাকবে তার পাশেই ড্রেসিং টেবিল রাখুন। সাজগোছ করার সময় আর অসুবিধা হবে না। ড্রেসিং টেবিলের পাশে কাপড় রাখার জন্য আলনা রাখতে পারেন।

– শােবার ঘরে জানালার পর্দা যেন একটু ভারি থাকে, যাতে ঘুমানোর সময় ঘরে আলো ডুকতে না পারে। ঘরে জায়গা খালি থাকলে একটা তাজা গাছ রাখুন। মন প্রফুল্ল থাকবে।

-বিছানার চাঁদরেএকটু রঙের ছাপ, এবং ঘরের পর্দা একটু উজ্জ্বল রঙের রাখুন।

– অতিথির জন্য যদি খালি ঘর থাকে তা হলে সেখানে একটি খাট, ড্রেসিং টেবিল, ওয়ারড্রব এবং মেঝতেে একটি সুন্দর র‌্যাগ রাখুন । তবে এ সব কিছু করার আগে দেয়ালের রঙের দিকে খেয়াল রাখবন। অনেক সময় মানানসই রঙ না হলে ঘরকে সুন্দর ও পরিপাটি মনে হয় না। হালকা রঙ সব জায়গাই ব্যবহার করবেন। দেয়ারের রঙ যদি গাঢ় হয় তা হলের্ কার্পেট এবং জানালার পর্দা একটু হালকা রঙের নেওয়া ভালো। তা না হলে ঘর বেশি ঝাপসা হয়ে যাবে।

আপনার যদি ড্রাইনিং রুম না থাকে আর রান্না ঘর একটু বড় হয়, তা হলে রান্না ঘরে একটি মাঝারি ড্রাইনিং টেবিল রাখুন। ড্রাইনিং টেবিলের পাশে মাই্ক্রওয়েভ এবং তার পাশে ফ্রিজ রাখতে পারেন। সময় মতো খাবার বা দরকারি জিনিসপত্র বের করতে পারবেন।

বাড়ীতে যদি বারান্দা থাকে সেখানে সাইজ অনুযায়ী দু’টি বেতের চেয়ার বা ইজি চেয়ার ও একটি কফি-টেবিল রাখতে পারেন। চারপাশে ফ্রেশ ফুলের টব রাখুন। বিকেলে প্রিয়জনের সাথে আরাম করে কফি পান করতে পারবেন। এ ছাড়া সকালে ঘুম থেকে উঠে বারান্দায় বসে এক কাফ কফি সাথী করে ভোরের মিষ্টি হাওয়ায় খবরের কাগজ বা ম্যাগাজিন পড়তে পারবেন।

Canenit design

আপনার ঘড়  মনের মতো সাজাতে দরকার ঘরের সাইজ অনুযায়ী মানানসই আসবাবপত্র, দেয়ালের রঙ,। যদি প্রয়োজনীয় সবকিছু সঠিকভাবে নির্বাচন করা যায়, তা হলে ঘর সাজানোর ঝামেলা থেকে অনেকে-ই রক্ষা পাবেন।

pos3

Office Interior Design Important?

Why Is Your Office Interior Design Important?

Offices Interior Designs
Corporate Offices Interior Designs

Do you want to attract the best employees to your organization? Do you find yourself competing for top talent in a hot job market? Do you seek to reduce your employee turnover rate? These days, salary or financial compensation alone isn’t the only factor driving employees to a workplace. Today’s best employees demand a workplace that stimulates creativity, collaboration, and communication while also reducing stress and anxiety. This is especially true for millennials but is also true for people in other age groups as well.

Besides employee preference, your office interior design is important for another reason: It directly impacts employee productivity, which directly affects your organization’s bottom line. Ideally, you want a workplace that allows people to focus and concentrate whenever needed, and to collaborate and communicate whenever needed. You also want a workplace that is physically and mentally comfortable so that people can perform and function at their best. This is what today’s modern office design trends are striving to achieve.

This definitive guide is a list of the 7 most important office themes and design concepts that you need to know to attract and retain the best and most qualified employees in your organization. Let’s get started.

 

 

  1. Activity-Based Working

Today’s cutting-edge companies are now using an office design plan called Activity-Based Working. What this means is that an employee can work anywhere in the office that suits his or her current activity.

For example, if an employee needs to do something that requires a high level of concentration and focus, he or she can move to an isolated quiet area to reduce distractions from co-workers. On the other hand, if an employee is doing something that requires close collaboration with co-workers, such as learning a new software application or overseeing a new employee, then he or she can sit at a traditional desk located immediately next to other co-workers in an “open communication” type of seating arrangement.

Here is a more extensive list of all the different types of areas in an Activity-Based Work environment:

Work space
The Flexible Workspace

Open Office Areas – These are areas of the office workspace that have a more traditional type of seating arrangement where workers are seated very close to one another without any walls or cubicle barriers separating them. Typically, instead of each worker has his or her own individual desk, they share entire long workbenches. Each worker has his or her own individual area and items on the workbench, such as a computer monitor, keyboard, mouse, landline phone, and other accessories. Open office areas are suitable for highly collaborative work activities, such as activities where people may need to ask frequent questions of one another. Open office areas are popular among people working in sales and marketing. The biggest disadvantage of open office areas is noise and distractions from co-workers. Open office areas also lack complete privacy, which is not only needed for personal phone calls but also for direct business activities such as confidential phone calls with clients.

Privacy Areas – These are either small, enclosed, sound-proof booths or isolated quiet areas that allow a person to make confidential or private phone calls. These booths or areas may also be used to hold discreet meetings between two employees. Many private phone calls are totally unplanned and unscheduled. In those situations, an employee can quickly move to a private area immediately upon receiving a sensitive phone call from someone.

Quiet Focus Areas – These are areas where people can concentrate deeply without distractions from others. The type of setting can range from an isolated armchair to a tiny room that is sound-proof.

meeting area
Interior Design

Meeting Areas – These are areas where groups of people can meet to discuss anything they need to discuss. The meeting area can be either an enclosed room or a lounge area. Meeting areas come in different sizes to accommodate different numbers of people. In some organizations, meeting areas are a limited resource, so people need to schedule and reserve time slots in advance for each meeting room. Impromptu meetings between two people can be held in lounge areas or small tables.

Lounge Areas – These are areas with very relaxed and cosy seating and will have such things as sofas, couches, armchairs, pod seats, and coffee tables. These areas are suitable for a variety of different activities including impromptu meetings, group meetings, breaks from work, and activities requiring focused concentration. For activities requiring focused concentration, it is a matter of personal preference whether the employee wants to work in a lounge area or at a traditional desk.

Café Areas – These are areas where people can sit down to eat lunch or snacks. They are ideal places for people to casually brainstorm new ideas, discuss the latest project, or run into old colleagues and find out what they are currently up to.

Activity-Based Working is a new trend that solves many of the problems of the older and more traditional type of office setup called theOpen Office Plan. The Open Office Plan has been around for many decades. With the Open Office Plan, people work very closely together in open spaces with almost no barrier between them. The Open Office Plan was actually the answer to many of the problems of the even older and more traditional cubicles and private offices.

Important?
Why Is Your Office Interior Design

The biggest weakness of the older Open Office Plan is the inevitable distractions and noise from co-workers which can block activities requiring focused concentration. Some people flourish when left alone to concentrate on their task while others flourish in a more social environment. The Activity-Based Working model combines the best of both worlds. It allows individuals to choose the type of work setting that is most suitable to them at any given moment in time.

  1. The Flexible Workspace

A hot new design concept that is gaining traction is what is called the flexible workspace. Flexible workspaces feature desks, tables, and chairs that are easily movable and easily resizable. This is in contrast to the more traditional office plan where the locations of desks, chairs, tables, and other resources are fixed and unchanging.

For example, in a flexible workspace plan, a meeting table can be easily and quickly resized by attaching or detaching modular components of the table. These modular components can be easily moved around because they are on wheels. Desks and workstations can also be moved around easily because they are on wheels. This allows the dynamic creation of new teams and boosts collaboration between workers for short-term and long-term tasks.

Quiet Focus Areas –
Quiet Focus Areas – Activity-Based Working

Some flexible workspaces also feature unassigned seating arrangements. This means that each employee is not assigned to a specific desk or workstation and can choose any desk or workstation on a given workday. This concept is made by possible by today’s modern trend toward a paperless workplace where nearly all information is digitized by a computer. As such, the modern workplace is looking more and more like a simple desk and chair with only a computer, monitor, mouse, and keyboard. Many companies and organizations are also moving toward storing data on networks and remote file systems instead of local computers. These factors allow for unassigned seating arrangements in the workplace to become more practical and easy to implement.

Unassigned seating is thought to enhance collaboration between employees since today’s projects are becoming more dynamic and free-flowing. It is also thought to enhance overall job performance, as some employees would like to work where they can best concentrate and focus on their work.

searching by http://rigroup-us.com/7-modern-office-design-concepts-to-attract-the-best-employees/

 

post34

তরুণ উদ্যোক্তার পণ্য মেলা- ২০১৮ ইভেন্ট পার্টনার ক্রিয়েটিভ সার্কেল লিমিটেড

≠≠তরুণ উদ্যোক্তার পণ্য মেলা- ২০১৮ ইভেন্ট পার্টনার ক্রিয়েটিভ সার্কেল লিমিটেড

আপডেট: ২০ ফেব্রুয়ারি ২০১৮, ০৫:৩০ পিএম

ক্রিয়েটিভ সার্কেল লিঃ (সি সি এল) কাজ করছে ক্রিয়েটিভ মিডিয়া সল্যুশনস এর উপর।  মূলত ইন্টেরিউর ও এক্সটেরিউর ডিজাইনিং এর কাজ করে যাচ্ছে ২০০৩ সাল থেকে।  পাশাপাশি সি সি এল-এর উল্লেখযোগ্য কাজ হচ্ছে ফটোগ্রাফি।   এছাড়া গ্রাফিক্স ডিজাইন ও ইভেন্ট ম্যানেজমেন্ট নিয়ে কাজ করছে সহস্রাধিক ক্লায়েন্টের সাথে।  সিসিএল সারা দেশে বিভিন্ন স্থাপনার দৃষ্টিনন্দন নকশার কাজ করে চলেছে।

সিসিএল এর ফটোগ্রাফী এবং ইন্টেরিউর কাজ সূচারুভাবে এগিয়ে নেয়ার জন্য সমমনা কিছু সতীর্থদের

নিয়ে গড়ে তুলেছে এসোসিয়েশন।  নিয়মতান্ত্রিকভাবে কাজ করার জন্য যে কোন ক্রিয়েটিভ ব্যক্তি এই এসোসিয়েশনের সদস্য হতে পারে।

সিসিএল এর রয়েছে ট্যুরিজম এবং ই-কমার্স বিজনেস।  হাটিহাটি পা-পা করে ডিজিটাল বাংলাদেশের প্রতিটি কোনায় সুনামের স্বাক্ষর রাখতে চায় সিসিএল।  আর সে লক্ষেই কাজ করে চলছে।

বিভিন্ন এসোসিয়েশনের পার্টনার হিসেবে সিসিএল সম্পৃক্ত রয়েছে।  সম্প্রতি উদ্যোক্তা তৈরীর কারিগর বি’ইয়ার মেন্টর হিসেবে সংযুক্ত হয়েছে সিসিএল।

সিসিএলকে অনেক ত্যাগের বিনিময়ে গড়ে তুলেছেন সমৃদ্ধ  করেছেন আমাদের ফাউন্ডার মোঃ সাইফুল ইসলাম (স্মরন)।  স্মরন ভাই একজন স্থপতি, ফটোগ্রাফার, ইন্টেরিউর-এক্সটেরিউর ডিজাইনার।  তার সঠিক দিকনির্দেশনা ও নেতৃত্ত্বে এগিয়ে যাচ্ছে এর স্বপ্ন পূরনের লক্ষে।

সাইফুল ইসলাম স্মরন এর এই স্বপ্ন পূরনের সাথী ইন্টেরিওর ডিজাইনার এম এ বাতেন, নাসরিন আক্তার এবং মোঃ মুকিত হোসেন সাদ, সিনিয়র ফটোগ্রাফার এ কে আজাদ, সিনিয়র ইভেন্ট কো-অর্ডিনেটর শরিফ রহমান এবং সিহাব বাছীরসহ আরো অনেকে উল্লেখযোগ্য ভূমিকা পালন করছে।

সিসিএল এর মিশনঃ আমরা পণ্য দশর্ত্বতা থেকে মুক্তি চাই।  চাই শান্তি, চাই শেষ দিন পর্যন্ত আমাদের সাথে সংযুক্ত থাকেন আপনি এবং আপনার ভালোবাসা নিয়ে।
ভিশন শুধু মুনাফা অর্জন নয়।  সহপাঠিকে সংজ্ঞ শক্তিতে রুপান্তর করা, সচ্ছলতা আর সত্ত্বার বিকাশ ঘটানো।  সাবধানতার সহিত স্বাধিনতা নিয়ে জীবন যাপন করা।
সুন্দরের আশ্রয় আর প্রশ্রয়ে বেড়ে উঠুক আপনি ও আপনার পাশের মানুষগুলো।

ক্রিয়েটিভ সার্কেল লিঃ (ক্রিয়েটিভ মিডিয়া সল্যুশনস)
১ রেইন রাজ্জাক প্লাজা, নিউ স্কাটন, ৩য় তলা, ৪/বি।
মগবাজার ঢাকা।
saron64@gmail.com
+৮৮০১৬১২২৫৪৯৩৬
www.creativecirclebd.com